প্রাইজ বন্ড

অল্প টাকা ওয়ালাদের সঞ্চয়ের মোক্ষম হাতিয়ার হলো Prize Bond। সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয় প্রবনতা বৃদ্ধির জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর “বাংলাদেশ প্রাইজ বন্ড” নামে প্রাইজ বন্ড চালু করে। এক সময় স্কুল কলেজের ছাত্র ছাত্রী, গৃহিণী, গৃহকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমা করে প্রাইজ বন্ড কিনত।

প্রাইজ বন্ড

প্রাইজ বন্ড

কেন কিনবেন প্রাইজ বন্ড?

তিল তিল করে কেউ হয়তো কিছু টাকা জমিয়েছেন। কিন্তু ভেবে পাচ্ছেন না, কোথায় খাটাবেন? যে কোন বিনিয়োগের ঝুঁকি থাকে। কিন্তু প্রাইজ বন্ডে কোন রিস্ক নেই। খুব ক্ষুদ্র সঞ্চয় দ্বারা আলাদাভাবে অর্থনীতিতে কোন লাভজনক বিনিয়োগ সম্ভব নয়।

ধরেন আপনি ১০০ টাকা অন্যকোনভাবে সঞ্চয় বা বিনিয়োগ করতে চান, কিন্তু তা করা কি সম্ভব? আবার অন্য কোন বিনিয়োগ থেকে তাৎক্ষণিকভাবে মূলধন প্রত্যাহার সম্ভব নয়। কিন্তু Prize Bond  ভাঙিয়ে যে কোন সময় নগদ অর্থ তুলে নেয়া যায়। এটি সহজে হস্তান্তর যোগ্য। ব্যাংক বা অন্যকোথাও সঞ্চয় জমা রাখলে তা সহজে হস্তান্তর যোগ্য নয়। কিন্তু আপনার অধিকারে থাকা Prize Bond যে কোন সময় যে কাউকে হস্তান্তর করা সম্ভব। কোন দালিলিক প্রক্রিয়ার প্রয়োজন পড়ে না। ড্র এর সময় বন্ড যার হাতে থাকবে সেই পুরস্কার লাভ করবে।

প্রাইজ বন্ড কোথায় পাওয়া যায়?

 বাংলাদেশে Prize Bond একসময় খুব জনপ্রিয় ছিলো। জন্মদিনে বা বিয়েতে উপহার ও পরীক্ষায় কৃতিত্ব অর্জনে উপহার বা পুরস্কার হিসাবে প্রাইজ বন্ডের বেশ প্রচলন ছিল। Prize Bond এত জনপ্রিয় হওয়ার কারণ এটি সঞ্চয়ের দারুণ একটি পদ্ধতি।

বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস, সব বাণিজ্যিক ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সারা দেশের ৭১ টি সঞ্চয় ব্যুরো অফিস এবং পোস্ট অফিস থেকে ১০০ টাকা মূল্য মানের বন্ড কেনা ও ভাঙানো যায়। এইসব প্রতিষ্ঠানের বাইরে প্রাইজ বন্ডের লেনদেন সাধারণত বেআইনি। এবং এই লেনদেনে কোন কমিশন লাগে না।

Prize Bond কেনার নিয়মঃ

উপরে উল্লেখিত যে কোন জায়গায় গিয়ে বললেই হবে যে Prize Bond কিনতে চাই। আপনি যে পরিমান চান কিনতে পারবেন। ১ টা চাইলেও পারবেন। প্রাইজ বন্ডের বাহকই বন্ডের মালিক। যে কোন বয়সের যে কোন ব্যক্তি প্রাইজ বন্ডের মালিক হতে পারেন।

বন্ড কিনতে কোন ব্যাংক একাউন্ট, জাতীয় পরিচয় পত্র, ছবি, চারিত্রিক সনদ কিছুই লাগে না। ভাঙাতেও লাগে না।

তবে পুরস্কার পেলে তা তুলতে নিজের বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ব্যাংক হিসাবের বিবরণ, নমিনি এবং প্রথম শ্রেনীর কর্মকর্তা কর্তৃক সনাক্তকারীর স্বাক্ষর লাগবে। এটি জটিলতা চিন্তা না করে নিরাপত্তা হিসাবে বিচার করা যায়। যাতে পুরস্কার প্রাপ্ত বন্ডধারীকে গিয়ে শুনতে না হয় যে আপনার পুরস্কারের টাকা পূর্বে কেউ তুলে নিয়ে গেছে।

 প্রাইজ বন্ডের মূল্যঃ

Prize Bond হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত এক ধরনের কাগজের মুদ্রা। পৃথিবীতে প্রথম Prize Bond  চালু হয় ১৯৫৬ সালে আয়ারল্যান্ডে।

বাংলাদেশে সর্বপ্রথম ১০ ও ৫০ টাকা মূল্য মানের Prize Bond চালু হয় ১৯৭৪ সালে। পরে ১০০ টাকা মূল্য মানের Prize Bond চালু হয় ১৯৯৫ সালে।

১০০ টাকা মূল্য মানের Prize Bond চালু হওয়ার পর ১০ টাকা ও ৫০ টাকা মূল্য মানের Prize Bond গুলি ব্যাংক থেকে তুলে নেয়া হয়। বাংলাদেশে বর্তমানে ৪ কোটি ৪০ লাখটি ১০০  টাকা মূল্যের Prize Bond রয়েছে।

প্রাইজ বন্ডের ড্রঃ

১০০ টাকার প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয় বছরে ৪ বার – ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর।

101st Draw (01st November 2020)

102nd Draw (31st January 2021)

103rd Draw (02nd May 2021)

[104th Prize Bond Draw Result 2021]

105th Draw (31st October 2021)

106th Draw (31st January 2022)

107th Draw (08th May 2022)

108th Draw (31st July 2022)

বন্ড কেনার ২ মাস পার হওয়ার পর ড্রএর আওতায় আসে। ঢাকার বিভাগীয় কমিশনারকে চেয়ারম্যান করে গঠিত কমিটি ড্র অনুষ্ঠান করে থাকে। ড্র অনুষ্ঠানের ২ বছর পর্যন্ত পুরস্কারের টাকা দাবি করা যায়।

ড্রএর ফলাফল দেখা যায় দৈনিক পত্রিকাসমুহে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে। পুরস্কার না পেলেও যে কোন সময় প্রাইজ বন্ডের সমমূল্যের টাকা সরকারি / বেসরকারি ব্যাংকের শাখা ও পোস্ট অফিস থেকে ভাঙিয়ে নেয়া যায়। এখানেই লটারি টিকিটের সাথে প্রাইজ বন্ডের পার্থক্য। ড্র-এর পরে পুরস্কার না পেলে লটারি টিকিটের কোন মূল্য থেকে কোন টাকা ফেরৎ পাওয়া যায় না। 

প্রাইজ বন্ডের পুরস্কারঃ

প্রাইজ বন্ডের ৫৮টি সিরিজ রয়েছে। প্রতি সিরিজের জন্য প্রতিটি ড্রতে ৪৬ টি পুরস্কার রয়েছে যার মূল্যমান ১৬লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ ৫৮টি সিরিজে প্রতি ড্রতে ২ হাজার ৬৬৮টি পুরস্কার যার মুল্য ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। প্রাইজ বন্ডের উপর সরকার সুদ না দিলেও এই পুরস্কারের টাকাই সরকারের Prize Bond বিক্রি বাবদ গৃহীত ঋণের খরচ।

ক) প্রথম পুরস্কার ১ টি ৬ লক্ষ টাকা।

খ) দ্বিতীয় পুরস্কার ১ টি ৩ লক্ষ ২৫ হাজার টাকা।

গ) তৃতীয় পুরস্কার ২ টি, প্রতিটি ১ লক্ষ টাকা।

 ঘ) চতুর্থ পুরস্কার ২ টি, প্রতিটি ৫০ হাজার টাকা।

ঙ) পঞ্চম পুরস্কার ৪০ টি, প্রতিটি ১০ হাজার টাকা।

কিভাবে পুরস্কারের টাকা তোলা যায়?

 বিজয়ী বন্ড হোল্ডার মূল বন্ডসহ নির্ধারিত ফর্মে আবেদন করলে সর্বোচ্চ ২ মাসের মধ্যে পে অর্ডার পাবেন। পুরস্কারের টাকার উপর সরকারকে ২০% কর দিতে হয়।

ড্রতে বিজয়ী হলে পুরস্কারের টাকা তুলতে আবেদন ফর্মের সাথে নিজের বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ব্যাংক হিসাবের বিবরণ, নমিনি এবং প্রথম শ্রেনীর কর্মকর্তা কর্তৃক সনাক্তকারীর স্বাক্ষর লাগবে।

এটি জটিলতা চিন্তা না করে নিরাপত্তা হিসাবে বিচার করা যায়। যাতে পুরস্কার প্রাপ্ত বন্ডধারীকে গিয়ে শুনতে না হয় যে আপনার পুরস্কারের টাকা পূর্বে কেউ তুলে নিয়ে গেছেন।

প্রাইজ বন্ড হালাল কিনা?

প্রাইজ বন্ড ক্রয় ও ড্র এর মাধ্যমে পাওয়া পুরস্কারের টাকা ব্যবহার করা হালাল হবে কিনা- এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।

কতিপয় আলেমের পর্যবেক্ষণ অনুযায়ী বর্তমানে প্রচলিত Prize Bond ও ড্র পদ্ধতিতে সুদ ও লটারির শামিল, তাই এটি ক্রয় করা ও লাভ নেওয়া জায়েজ নয়।

আবার কতিপয় আলেমের মতে এটি জায়েজ।

Prize Bond এবং এর ড্র থেকে যে অর্থ আসে তার মৌলিক প্রক্রিয়া ইসলামে বৈধ। কিন্তু এই টাকা ব্যাংক বিভিন্ন খাতে বিনিয়োগ করে ও ঋণ দেয়। ফলে, সেখান থেকে ব্যাংক সুদ নেয়।

সার্বিক বিবেচনায় সরাসরি বললে অবৈধ। অর্থাৎ মন্দের ভাল। তবে, লটারি থেকে Prize Bond অনেক গুন ভাল। কারণ, লটারি জুয়া খেলার সমান। এক্ষেত্রে একজন অন্যজনদের নিঃস্ব করে লাভবান হয়।

কিন্তু প্রাইজ বন্ডের বিষয়টি হচ্ছে যারা Prize Bond কিনেছেন, তারা প্রত্যেকেই এই টাকাটি ফেরৎ পাবেন, কেউ বঞ্চিত হবেন না। যত লোক Prize Bond কিনেছেন সবাইকে পুরস্কার দেওয়া হয় না। তাই, লটারির মাধ্যমে পুরস্কার বিজয়ী নির্ধারণ করা হয়। এইভাবে লটারির মাধ্যমে যেই পুরস্কারটি গ্রহণ করা হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে, সেটি দেওয়া ও জায়েজ এবং গ্রহণ করাও জায়েজ। কারণ, এখানে জুয়ার কোন সুযোগ নেই। যেহেতু, যারা অংশ গ্রহণ করছেন, তাদের কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে সেই টাকা ফেরৎ দেওয়া হচ্ছে বা তারা পেয়ে যাচ্ছেন। সেহেতু, কাউকে সঞ্চিত করা বা নিঃস্ব করা হচ্ছে না বিধায় এটি জায়েজ।

 

 শেয়ার বাজার সম্পর্কে জানতে  এখানে ক্লিক করুন